Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

জেলা প্রাণিসম্পদ অফিস, পঞ্চগড়।

ঢাকা - তেতুলিয়া জাতীয় সড়কের পাশ ঘেষে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের প্রবেশ রাস্তার ধারে জেলা প্রাণিসম্পদ অফিস, পঞ্চগড় অবস্থিত । এটি একটি তিনতলা  ভবন, এই ভবনটি ০.৫৮ একর জমির উপর অবস্থিত । নিচতলায় জেলা ভেটেরিনারি হাসপাতাল, দ্বিতীয় তলায় জেলা প্রাণিসম্পদ অফিস এবং উপপরিচালিক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র , পঞ্চগড় এর অফিস রয়েছে। পঞ্চগড় জেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যক্রম পরিচালনার মূল কেন্দ্র বিন্দু  জেলা প্রাণিসম্পদ অফিস । এই দপ্তরের আওতায় জেলায় ০৫ টি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল রয়েছে। তাছাড়া ০৫টি কৃত্রিম প্রজনন উপকেন্দ্র, ০৫টি কৃত্রিম প্রজনন পয়েন্ট এবং  ৩৭টি এ আই টেকনিশিয়িান দ্বারা পরিচালিত কৃত্রিম প্রজনন পয়েন্ট রয়েছে। এ জেলায় গরু ৭৯৯৫৭৮টি , মহিষ ৫১৭৮টি , ছাগল ৪২৮৮১৯টি, ভেড়া ৭৫১৪টি, অন্যান্য ১৪টি, মুরগি ৩৭৮৬৪৫৫টি, হাঁস ১১৫৬৬১টি, কবুতর ৫৯১০৮টি, কোয়েল ৩৪০০টি এবং অন্যান্য ২৪৫৫টি রয়েছে।