Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

জেলা প্রাণিসম্পদ অফিস, পঞ্চগড়।

এটি একটি তিন তলা ভবন যার নিচ তলায় জেলা প্রাণি হাসপাতাল, দ্বিতীয় তলায় জেলা প্রাণিসম্পদ অফিস ও তৃতীয় তলায় ভেটেরিনারি অফিসারের বাস ভবন।  এই দপ্তর  ১ (এক) একর জমির উপর অবস্থিত । ভবনের চারদিক সীমানা প্রাচীর দ্বারা বেষ্টিত। ভবনের প্রধান প্রবেশ পথ পশ্চিমমুখী ও হাইওয়ে সংলগ্ন। অফিস ভবনটি শহরের মিঠাপুকুর নামক স্থানে অবস্থিত যার পূর্ব দিকে উপজেলা পরিষদ, পশ্চিমে উপ-পরিচালক, কৃষি অধিদপ্তর ও সার্কিট হাউজ, উত্তরে প্রধান ডাকঘর, দক্ষিণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর রয়েছে।

ছবি